জোকস প্রতিদিন – ১
রফিক থাকে লন্ডনে, সে আজকে বিয়ের পর প্রথম লন্ডন থেকে গ্রামে তার শ্বশুর বাড়ী যাচ্ছে এই খুশিতে রফিকের শশুর-শাশুরী ইংলিশে কথা বলার প্র্যকটিস করছে, সবার সাথেই বলার চেষ্টা করে, জামাই ইংরেজদের দেশে থাকে বলে কথা। রফিক বাংলাদেশের একটি বিশেষ এলাকায় (নাম বললে চাকুরী থাকবেনা) গ্রামে শ্বশুড়বাড়ীতে এসে দেখে, বাড়ী প্রায় জনসমুদ্র। রফিক তো পুরো অবাক। আর রফিক লখ্য করে দেখলো সে নেমে যাওয়ার পরও উৎসুক জনতা গাড়ীর দিকেই তাকিয়া আছে, আর রফিকের জানা মতে সে আর ড্রাইভার ছাড়া গাড়ীতে কেউ ছিলনা। তাই সে আরো অবাক হয়ে তার শ্বশুরকে জিজ্ঞাসা করলো…
রফিকঃ শ্বশুর আব্বা, বাড়ীতে এতো মানুষের ঢল কেন?
শ্বশুরঃ মনু, মুই অহন ইংলিশে কতা কই। হগগলতে অহন আমার ফ্যান। আর মুই ইংলিশে কইসি আমনে আইবেন।
রফিকঃ কি বলেছেন আপনি?
শ্বশুরঃ মুই কইসি, ” টুডে সান-ইন-লিওন ইজ কামিং মাই হাউজ”
রফিক বেহুশ….
জ্ঞান ফিরে রফিক বললো, ওইটা সান-ইন-লিওন নয় রে পগলা son-in-law। মানে মেয়ে জামাই।
এখন দেখি কে বলতে পারে রফিকের শ্বশুরবাড়ি কোন এলাকায়?? ?
কমেন্টে জানিয়ে দিন।