জীবনের গল্প

সন্দীপ মহেশ্বরী এর জীবনী |Bangla Biography of Sandeep Maheshwari

যখন একটি বাধা বিপত্তি লড়াই করে টিকে থেকে সাফল্য , সুখ প্রাপ্ত মানবজীবনের প্রতিচ্ছবি আমাদের মনে ভেসে উঠে, তখন সবার সামনে আসে সন্দীপ মহেশ্বরী এর নাম। অন্যান্য আর ১০ টা ছেলের মত সে ও একজন মিডল ক্লাস পরিবারের ছেলে ছিল , যার স্বপ্ন ছিল অনেক কিন্তু তেমন সাপোর্ট ছিল না। একটা সময় সে তার জীবনের আসল মানে ধরতে পারে এবং কিভাবে সে লাইফে ঘুরে দাঁড়িয়ে সফলতার মুখ দেখে সেই গল্প সে সব জায়গায় শেয়ার করে থাকে। আজকে আমরা এই উদ্যোক্তা সন্দীপ মহেশ্বরী এর জীবনী সম্পর্কে জানবো ।

সন্দীপ মহেশ্বরী ছবি
সন্দীপ মাহেশ্বরী

জন্ম এবং শৈশব-

তিনি ২৮ সেপ্টেম্বর ১৯৮০ সালে দিল্লী তে জন্মগ্রহণ করেন, সে ছোট বেলায় তার বাবার দেয়া একটা সাইকেল নিয়ে গোটা দিল্লী ঘুরে দেখেন, এবং তখন ই তিনি মানুষের জীবন যুদ্ধ সম্পর্কে ধারনা পান, এরপর তিনি তার বাবা কে অবাক করে দেন তার ই স্কুটার তার বন্ধুকে ভাড়া দিয়ে অর্থ উপার্জন করার মাধ্যমে। এটাই ছিল তার প্রথম উদ্যোগ এবং ছোট খাট ব্যবসা।

 

পারিবারিক দায়িত্ব-

 

সন্দীপ মহেশ্বরী এর বয়স যখন মাত্র ১৯ বছর, তখন তার বাবার ব্যবসা তে দুরবস্থা চলছিল, তার পরিবার খারাপ সময় এর মধ্য দিয়ে যাচ্ছিল, ঠিক তখন ই তার উপর এসে পড়ে পরিবার এর সকল দায়িত্ব।

 

জীবন শিক্ষা-

১৯৯৯ সালে তিনি তার একজন বিজনেস পার্টনার এর সাথে কাজ করে। অনেক কঠোর পরিশ্রমের পরে একটি ইভেন্ট থেকে কিছু প্রফিট লাভ করার পর তার বিজনেস পার্টনার সব লাভ এর অংশ নিয়ে পালিয়ে যায়, এরপর সন্দীপ মহেশ্বরী তার পার্টনার কে পেতে অক্ষম হয় এবং এটি তার লাইফ এর অনেক বড় শিক্ষা ছিল, কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি এবং তার লাইফ এর ভবিষ্যত খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন।

 

জীবন যুদ্ধ এবং সাফল্য-

বি. কম তৃতীয় বর্ষ থেকে বাদ পরার পর তিনি মডেলিং শুরু করেন এবং সেই উপার্জিত টাকা দিয়ে তিনি কিছু অভাবী মডেল দের সাহায্য করার ও চেষ্টা চালিয়ে যান। এরপর তিনি সুষ্ঠু দামে কিছু মডেল দের পোর্টফোলিও বানানো শুরু করেন। তিনি তার পূর্বের অভিজ্ঞতা থেকে ব্যবস্থাপনা দক্ষতা কাজে লাগিয়ে একটি কোম্পানি খুলে ফেলেন যার নাম ছিল, “ইমেজ বাজার”। তিনি অসম্ভব ভাল ফটোগ্রাফি ও পারতেন এবং সেই দক্ষ্ট কাজে লাগিয়ে তার ব্যবসা করে বড় করে তুলেন এবং এই কোম্পানি ই ছিল তার জীবনের ঘুরে দাঁড়ানোর মোড়। এরপর ২০১০ সালে ইমেজ বাজার খুলার পরে এটি  ইন্ডিয়ার সব রেকর্ড ছাড়িয়ে যায় এবং ইন্ডিয়ান ইমেজ এর প্রথম পর্যায় চলে গিয়ে রেকর্ড করে। অতঃপর ২০১৩ সালে সন্দীপ মহেশ্বরী ইন্ডিয়ার সবচেয়ে আশ্চর্যজনক সৃজনশীল উদ্যোক্তা এর পুরস্কার টি জিতে নেন।

 

মোটিভেশনাল স্পিকার এবং মধ্যবিত্তের আইডল-

এরপর থেকে তিনি বিভিন্ন সেমিনার এ বক্তা হিসেবে বক্তব্য রাখতে থাকেন এবং একজন মোটিভেশনাল স্পিকার ও হয়ে যান, যিনি জানেন কিভাবে জীবনে যুদ্ধ করে টিকে থাকতে হয়। এছাড়াও তিনি নানা ধরনের বই ও লিখে থাকেন। তিনি সবসময় মানুষকে ভবিষ্যত কে পজিটিভ ভাবে ভাবতে শিখায় এবং তিনি বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করেন এবং তিনি এটা সবাইকে বুঝাইতে চান যে মানুষের ভেতরের ঘুরে দাড়ানোর মনোভাব টাই মানুষকে সফলতা এনে দেয়।

সকল সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান দের একজন চরম আদর্শ হচ্ছেন সন্দীপ মহেশ্বরী যিনি জীবন এ সকল ধরনের ব্যর্থতা কে উপভোগ করে সেগুলো কে অতিক্রম করে জীবন কে সফলতা তীরে নিয়ে গেছেন। এবং তিনি একটি শিক্ষায় দিতে চান , জীবনে ব্যর্থতা থাকবেই এবং এই ব্যর্থতাই আমাদের আরো শক্তিশালী বানিয়ে তুলবে।