সেরা দশ

বাংলাদেশের জনপ্রিয় সেরা ১০টি পোশাকের ব্র্যান্ড।

অনলাইনে পোশাক ক্রয় এখন দৈনন্দিন জীবনের একটি স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে।এখন যে কেউ ঘরে বসেই নিজের পছন্দ মত পোশাক অনলাইনে অর্ডার করতে পারছে।এতে যেমন সময়,শক্তি সাশ্রয় হচ্ছে তেমনি পাওয়া যাচ্ছে আকর্ষণীয় ডিসকাউন্ট তার সাথে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে যেকোনো ব্র্যান্ডের পছন্দের পোশাক কেনার পরিসেবাটির সুবিধা মাত্র একটি ক্লিকের মাধ্যমে। এছাড়া বাংলাদেশের অনলাইন পোশাকের কিছু দোকান বিনামূল্যে শিপিংও প্রদান করে থাকে পুরো বাংলাদেশে।

বর্তমানে বাংলাদেশ চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ।বাংলাদেশের মানুষ এখন নিজেদের পোশাক নিয়ে রুচিশীল ও গুণগত মান নিয়ে সচেতন হয়েছেন।বাংলাদেশে প্রসিদ্ধ ডিজাইনারদের নিজস্ব বুটিক ও ফ্যাশন হাউজের তৈরি  নতুন নতুন পোশাকের ডিজাইনগুলো ক্রেতাকে মুগ্ধ করছে। ।এমন কয়েকটি শীর্ষস্থানীয় ও প্রসিদ্ধ ৫ টি ফ্যাশন  হাউসে নিয়ে আজ আলোচনা করা হবেঃ


আড়ং

লিরিভ

ক্যাটস আই

ইয়েলো

রিচম্যান

এক্সট্যাসি

রঙ বাংলাদেশ

কে ক্রাফটঃ

সেইলর (Sailor)

ইললিয়েন(ILLIYEEN) 


আড়ংঃ আড়ং বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ একটি ফ্যাশন ব্র্যান্ড। এটি তার যাত্রা শুরু করে ১৯৭৮ সালে।এর প্রতিষ্ঠাতা আয়েশা আবেদ ও মার্থা চেন। এটি ব্র্যাকের অধীনে পরিচালিত একটি বেসরকারি সংস্থা আরং এর পণ্যগুলো খুবই মানসম্মত ও রুচিশীল। বাংলাদেশে আড়ং এর সবচেয়ে বেশি শাখা রয়েছে।পুরো বাংলাদেশের নয়টি মহানগর এলাকায় ২১টি আউটলেটের মাধ্যমে কাজ করে। আড়ং পোশাকে বাংলাদেশের ঐতিহ্য,সংস্কৃতি  তুলে ধরে।তাদের বিক্রয়কৃত পোশাকে তালিকায় আছে পাঞ্জাবি, টি-শার্ট, পোলো শার্ট, ট্রাউজার, প্যান্ট, জ্যাকেট, জিন্স, কোট, কামিজ, ব্লাউজ, টপ, শাড়ি, স্কার্ফ, ফতুয়া, ব্যাগ, হস্তশিল্প, নকশিকাঁথা ইত্যাদি। পুরুষ মহিলা শিশু অথবা যে কোন বয়সের যে কেউ তাদের ব্যক্তিদের উপর ভিত্তি করে পছন্দের পোশাক কিনে নিতে পারে আড়ং থেকে।এছাড়া আরো দারিদ্র্য বিমোচনে ও গ্রামীণ নারীদের কর্মসংস্থানের কথা বিবেচনা করে দেশের হস্তশিল্প ও কারুশিল্পকে বাঁচিয়ে রাখতে কাজ করে চলছে আড়ং। বর্তমানে গ্রামেগঞ্জেও এর সুনাম ছড়িয়ে পড়েছে।
ঠিকানা aarong center ৩৪৬ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঢাকা ১২০৮
ফোন –৮৮০২৮৮৯১৪০৪
ওয়েবসাইট –https://www.aarong.com

লিরিভঃ শীর্ষস্থানীয় আধুনিক ফ্যাশন ব্র‍্যান্ড গুলোর মধ্যে অন্যতম হলো লিরিভ।২০০৯ সালে লিরিভ তার যাত্রা শুরু করে। তাদের কাছে বাচ্চাদের থেকে  শুরু করে বড়দের সব ধরনের পোশাকের সংগ্রহ আছে। এটি টেক্সটাইল লিমিটেডের একটি অংশ। সাধারণত লিরিভেরর পণ্যগুলো হল পাজামা, জিন্স,ব্যাগ,জুতা,টি শার্ট, ট্রাউজার, পোলো শার্ট , শাড়ি, ফ্রক,ঘাগড়া চোলি, সালোয়ার কামিজ টপস, কামিজ,লুঙ্গি,পাঞ্জাবী।বর্তমানে পুরো বাংলাদেশে এর ১৭ টি আউটলেট রয়েছে।তাদের ভিন্ন ভিন্ন ডিজাইন ও মানসম্মত পোশাকের দ্বারা তারা গ্রাহকের সমর্থন লাভ করছে।তারা বাংলাদেশের প্রতিটা বড় অনুষ্ঠানে নিজেদের তৈরি আকর্ষণীয় নতুন নতুন পোশাক আইটেম নিয়ে হাজির হয়।
ওয়েবসাইট –Lerevecraze.com

ক্যাটস আইঃ বাংলাদেশের সুপরিচিত একটি পোশাক ব্র‍্যান্ডের নাম হল ক্যাটস আই।১৯৮০ সালে সৈয়দ সিদ্দিকি রুমি এবং আশরাফুল সিদ্দিকীর হাত ধরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।তাদের মানসম্মত ও রুচিশীল পোশাক ক্রেতার মন আকর্ষণ করে খুব সহজেই।বর্তমানে এটি নারীদের পোশাক বিক্র‍য়ের দিকে এগিয়ে আছে।সাথে পুরুষদের পছন্দের তালিকাই ও এগিয়ে আছে ক্যাটস আই।ক্যাটস আই এর পণ্যগুলো হল লাগেজ, ব্যাগ, জুয়েলারি, টুপি, কুর্তি, সালোয়ার, কামিজ, পাঞ্জাবি, সুট, জিন্স পাজামা, ইত্যাদি।তারা পুরুষ ও মহিলাদের জন্য ক্যাটস আই ঐতিহ্যবাহী ও পশ্চিমা পোশাক তৈরি করে থাকে।বর্তমান দেশে এর ৩৫ টি শাখা বিদ্যামান রয়েছে। যেকোনো বয়সের মানুষ অসংখ্যা কালেকশন থেকে নিজেদের পছন্দমত রুচিশীল ও যুক্তিসঙ্গত দাম দিয়ে জর্জেট,লিলেন,কটন,সিফন ইত্যাদি ফ্যাব্রিক্সের তৈরি পোশাক কেনার জন্য ক্যাটস আই পোশাক ব্র‍্যান্ডটিকে অনায়সে বেছে নিতে পারে।

ঠিকানাঃ Shop no 1,2,3,4;12,13,14 level -2 Bashundhara city.Block-D Dhaka 1205
ফোন +8801799000444
ওয়েবসাইট –catseye.com.bd

ইয়েলোঃ বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য অন্যতম জনপ্রিয় পোশাক ব্র‍্যান্ড হলো ইয়েলো।২০০৪ সালে জনাব সালমান এফ রহমান ইয়েলোর প্রতিষ্ঠা করেন।এটি বেক্সিমকো টেক্সটাইল ইন্ড্রাস্ট্রির একটি শাখা।তাদের বিপণনের সুনিপুণ কৌশলের জন্য তারা গ্রাহকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে।তাদের পোশাক আন্তজার্তিক মানের ডিজাইনে তৈরি হয়।এটি গ্রাহকদের আকর্ষণীয় ডিস্কাউন্ট দিয়ে থাকে।এখানে মেয়েদের জন্য রয়েছে সালোয়ার কামিজ,ফ্রক, টপস,কূর্তি,কোটি ইত্যাদি আর ছেলেদের জন্য জ্যাকেট, সুয়েটার,ক্যাজুয়াল প্যান্ট,ব্লেজার, ইত্যাদি।বর্তমানে দেশে ইয়োলো এর ১৫ টি বেশি শাখা রয়েছে।দেশের বাইরে পাকিস্তান, দুবাই,  দক্ষিণ কোরিয়া,নিউইয়র্ক, কানাডায় এর আউটলেট রয়েছে।ইয়েলো তার স্বতন্ত্র বৈশিষ্ট্য দ্বারা খুব অল্প সময়ের মধ্যে অধিক সুপরিচিতি লাভ করেছে।

ঠিকানা -Shop 250 Shezan point, 2 indira road,Farmgate Dhaka 1215
ফোন –৮৮০১৭৫৪৪৫৫৫৩৩
ওয়েবসাইট https://yellowclothing.net
রিচম্যানঃ রিচ ম্যান বাংলাদেশের একটি জনপ্রিয় পোশাক ব্যান্ড। এর প্রতিষ্ঠাতা জনাব মোঃ জুনায়েদ। বসুন্ধরা সিটি শপিং মার্কেটে একটি শাখা থেকে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এটি একটি সুপরিচিত পোশাক ব্র্যান্ড।তাদের পোশাকের ডিজাইন, মান ও সাশ্রয়ী মূল্য গ্রাহকের নিকট আস্থাভাজন হয়ে উঠেছে।বহুবছর ধরে এটি সুখ্যাতির সাথে তাদের কার্য পরিচালনা করছে।তাদের উল্লেখযোগ্য পণ্যগুলো হলো
শার্ট, পেলো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, স্টাইলিশ কুর্তি,ওয়ালেট, ব্লেজার,ডেনিম প্যান্টস,ওয়াচ ইত্যাদি। এই ব্র‍্যান্ডটি মূলত পুরুষদের ফ্যাশনেবল  পোশাকের দিকটি বেশি প্রাধান্য দেয়।
ঠিকানা -হোম স্টেড লিংক টাওয়ার, টি এ-৯৯ গুলশান ১২ তলা, ঢাকা ১২১২
ফোন –৮৮০২৯৮৪১৫০৪/+৮৮০২৯৮৬০৬১৪

ওয়েবসাইট https://www.richman.com.bd/ 

 

এক্সট্যাসি: এক্সট্যাসি একটি বিখ্যাত বাংলাদেশী ফ্যাশন হাউস। এটি তার আধুনিক এবং আভিজাত্যপূর্ণ ডিজাইনের মাধ্যমে দেশের যুবকদের পোশাক চাহিদা পূরণ করছে।  এক্সট্যাসি ১৯৯৭ সালে তানজিম হক তার মেধা এবং শ্রমে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি একটি এমন  ব্র্যান্ড তৈরি করতে চেয়েছিলেন যা অন্যদের চেয়ে একটু আলাদা হবে।  এক্সট্যাসি ঐতিহ্যগত এবং ওয়েস্টার্ন উভয় পোশাকের পাশাপাশি গয়না, সুগন্ধি, পাদুকা এবং ব্যাগ উৎপাদন এবং বিপনন করে।  এক্সট্যাসিতে ভারী এমব্রয়ডারি, কাটওয়ার্ক এবং সিকুইস সহ পার্টিওয়্যার এবং গ্ল্যামারাস কামিজের একটি লাইন রয়েছে। এই ফ্যাশন হাউসে পুরুষ এবং নারীদের ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন ড্রেসও পাওয়া যায়। বাংলাদেশে এক্সট্যাসির ১৯টি স্টোর রয়েছে।

 

রঙ বাংলাদেশ: রঙ বাংলাদেশ একটি ভিন্নধর্মী পোশাক ব্র্যান্ড যা বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্যের বৈচিত্র্য ও সৌন্দর্য বিশ্ব দরবারে তুলে ধরে।  রং বাংলাদেশ ১৯৯৪ সালে বিপ্লব সাহা নারায়ণগঞ্জ শহরে প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি গ্রামীণ কারিগরদের তাদের দক্ষতা এবং সৃজনশীলতা প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলেন। বর্তমানে যা বাংলাদেশের আরো ১১টি শহরে নিজেদের আউটলেটে ক্রেতাদের জন্য প্রদর্শিত হচ্ছে।  রঙ বাংলাদেশ শাড়ি, সালোয়ার কামিজ, ফোতুয়া, পাঞ্জাবি, লুঙ্গি, শার্ট, স্কার্ট, টপস, ব্যাগ, গয়না এবং হস্তশিল্পের মতো রঙিন এবং শৈল্পিক পণ্য উৎপাদন এবং সরবরাহ করে।  রঙ বাংলাদেশ প্রাকৃতিক কাপড় যেমন তুলা, সিল্ক, খাদি এবং পাট ব্যবহার করে তাদের পন্য তৈরিতে। এবং সবচেয়ে আলাদা তাদের যে বৈশিষ্ট, তারা তাদের বিভিন্ন পণ্যে রঙ হিসেবে প্রাকৃতিক রং যেমন প্রাকৃতিক নীল, কাচা হলুদ এবং গাঁদা ফুল ব্যবহার করে।  বাংলাদেশে রং বাংলাদেশের ১১টির বেশি  আউটলেট রয়েছে। বর্তমানে রঙ  বাংলাদেশ তাদের নাম পরিবর্তন করে বিশ্ব রঙ রেখেছে।  

কে ক্রাফটঃ কেএ ক্রাফট আরেকটি ব্র্যান্ড যা বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও ফ্যাশনকে প্রচার করে। কেএ ক্রাফট ১৯৯৩ সালে খালিদ মাহমুদ খান এবং শাহনাজ খান প্রতিষ্ঠিত করেছিলেন। তারা দেশের মৃতপ্রায় শিল্প ফর্মগুলিকে পুনরুজ্জীবিত করতে চেয়েছিলেন।  কে ক্রাফ্ট শাড়ি, সালোয়ার কামিজ, ফোতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, স্কার্ট, টপস, ব্যাগ, গয়না এবং ঘর সাজানোর আইটেমের মতো পণ্য বিক্রি করে। তারা জামদানি, মসলিন, টাঙ্গাইল এবং নকশি কাঁথার মতো তাঁত কাপড় ব্যবহার করে এবং তাদের পণ্য তৈরির জন্য গ্রামীণ এবং প্রান্তিক কারিগরদের নিয়োগ করে। এই ফ্যাশন হাউজ এর বাংলাদেশে 10টি আউটলেট আছে। 

 

Sailor: বাংলাদেশে একটি অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড যা ত্রুততম সময়ে তরুন সমাজে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এই ফ্যাশন হাউজটি পুরুষ, মহিলা এবং বাচ্চাদের জন্য বিভিন্ন ফ্যাশনেবল এবং উচ্চ মানসম্পন্ন পোশাক ডিজাইন করে। সেইলর এপিলিয়ন গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা বাংলাদেশের অন্যতম প্রধান পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক কম্পানি গুলোর মাঝে অন্যতম। বাংলাদেশে সাম্প্রতিক বৈশ্বিক ফ্যাশন প্রবণতাকে সামনে রেখে ২০১৫ সালে সেইলর চালু করা হয়েছিল।
ফ্যাশন ব্রেন্ডটি পশ্চিমা, জাতিগত এবং ফিউশন পোশাকের পাশাপাশি ক্যাজুয়াল, পাদুকা এবং ব্যাগ সহ বিভিন্ন পণ্য বিক্রি করে। সেইলরের পণ্যগুলি তরুণ এবং ট্রেন্ডি গ্রাহকদের রুচি এবং পছন্দ অনুসারে ডিজাইন করা হয়। এ ব্রেন্ডের পণ্যগুলিও সাশ্রয়ী এবং টেকসই।


সেইলরের নিজেস্ব অফিসিয়াল ওয়েবসাইট সহ শক্তিশালী অনলাইন উপস্থিতি রয়েছে, যেখানে ক্রেতারা অনলাইনে পণ্যগুলি ব্রাউজ এবং অর্ডার করতে পারেন। সেইলর Instagram, Facebook, YouTube, এবং TikTok-এ সক্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে। ২০২১ সালে BBF আয়োজিত বাংলাদেশের প্রথম রিটেইল অ্যাওয়ার্ডস-এ তার ‘স্টাইল অন সিটিস্কেপ’-এর জন্য সেরা প্রচারাভিযান বিভাগে সম্মানজনক মেনশন পেয়েছে।


বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) দ্বারা স্বীকৃত বাংলাদেশের সেরা ফ্যাশন খুচরা বিক্রেতাদের মধ্যে সেলার অন্যতম। সেইলর সেরা ফ্যাশন খুচরা বিক্রেতা, সেরা ব্র্যান্ড-ইনস্টোর ডিজাইন অ্যাওয়ার্ড জিতেছে। Sailor তার সামাজিক দায়বদ্ধতার উদ্যোগের জন্যও পরিচিত, যেমন শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষার সচেতনতা কে সমর্থন করা।

 

ILLIYEEN: আরবি শব্দ ‘ইললিইন’ এর অর্থ জান্নাতে যাওয়ার আগে ভাল আত্মাদের সর্বোচ্চ স্টেশন যেখানে সেরা বিশ্বাসীদের পুরস্কৃত করা হয়। ইললিয়াইন প্রতিষ্ঠা করেন একজন দূরদর্শী উদ্যোক্তা এবং বিওয়াইএসএল গ্লোবালের সিইও শাফায়েত হোসেন। তিনি ২০১৭ সালে ILLIYEEN-কে একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তিনি এমন একটি বিলাসবহুল লাইফস্টাইল ব্র্যান্ড তৈরি করতে চেয়েছিলেন যা উদ্ভাবন, গুণমান এবং শিল্পকে একত্রিত করে এর নামকে প্রতিফলিত করবে। তিনি পণ্য ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে চেইন ম্যানেজমেন্ট এবং ডিজিটাল কমার্স পর্যন্ত ব্যবসায়িক প্রতিটি ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করছেন।