টিপস অ্যান্ড ট্রিকসটেকনোলজি এবং অনলাইন

মিড রেঞ্জের টাকার বাজেটের মধ্যে ভালো কিছু মোবাইল

বর্তমান এই প্রযুক্তির যুগে সবচেয়ে প্রয়োজনীয় ডিভাইসটি হলো আমাদের “মোবাইল” বা “স্মার্টফোন”। প্রায় প্রতিটি কাজের সাথে স্মার্টফোন ওতপ্রোতভাবে জড়িত। ছোট থেকে বড় প্রায় সব ক্ষেত্রেই মোবাইলের প্রয়োজন। কাজের ভিত্তিতে আমাদের ভিন্ন ভিন্ন কনফিগারেশনের স্মার্টফোন দরকার হয়৷ যেমন কেউ গেমস খেলার জন্য ভালো স্মার্টফোন খুঁজে কেউ বা জানতে চায় কোন মোবাইলের ক্যামেরা সবচেয়ে ভালো, আবার কেউ বা ডেইলি লেজারের কাজে ভাল স্মার্টফোন খুঁজে থাকে। যেহেতু সবার ক্রয়ের সামর্থ্য এক নয় তাই সকলে চাই কম বাজেটের মধ্যে সেরা স্মার্টফোনটি ক্রয় করতে৷ তাই আজকের এই আর্টিকেলে আমরা ২০২২ সালের বিভিন্ন সেগমেন্টের সেরা স্মার্টফোন গুলো সম্পর্কে জানবোঃ

 

 

১০ হাজার টাকার মধ্যে ভালো ৫টি মোবাইল

 

. Tecno Spark 8 pro : এই ফোনে ডিসপ্লে হিসেবে থাকছে ৬.৮২ ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। আর চিপসেট রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ এর মতো গেমিং চিপসেট। এন্ড্রোয়েড ১১ এর ৪/৬৪ ভ্যারিয়েন্টের এই স্মার্টফোনের বর্তমান বাজার মূল্য ১৪,৯৯০ টাকা।

 

. Realme C25s : ৬.৫১ ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেলের এইচডি প্লাস ডিসপ্লের পাশাপাশি চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ পাওয়ারফুল গেমিং চিপসেট। ৪/৬৪ ভ্যারিয়েন্টের এই রিয়েলমি মোবাইলের দাম বর্তমান বাজার মূল্য ১৪,৪৯০ টাকা।

 

. Infinix Hot 12 : এই ফোনে ডিসপ্লে হিসেবে ব্যাবহার করা হয়েছে ৬.৮২ ইঞ্চের এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। বিশাল সাইজের ডিসপ্লের পাশাপাশি চিপসেট হিসেবে ব্যাবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ গেমিং প্রসেসর।এন্ড্রোয়েড ১২ এর  ৪/৫৪ ভ্যারিয়েন্টের এই স্মার্টফোনের বাজার মূল্য ১৪,৪৯৯ টাকা।

 

. Redmi 10c : ৬.৭১ ইঞ্চের আইপিএস এলসিডি ও এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লের সাথে এই ফোনে ৬০ হার্জ রিফ্রেশ রেট ব্যাবহার করা হয়েছে। তাছাড়া এতে কর্নিং গরিলা গ্লাসের প্রটেকশন রয়েছে। চিপসেট হিসেবে রয়েছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। ৪/৬৪ ভ্যারিয়েন্টের এই শাওমি মোবাইলের দাম বর্তমান বাজার মূল্যে ১৩,৯৯৯ টাকা।

 

. Infinix Hot 11s :  স্মার্টফোনটি এই বাজেটের সেরা কনফিগারেশন প্রোভাইড করছে। এতে রয়েছে ৬.৭৮ ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের বিশাল ডিসপ্লে। সাথে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও জি৮৮ গেমিং চিপসেট। ৬/১২৮ ভ্যারিয়েন্টের এই স্মার্টফোনের বর্তমান বাজার মূল্য ১৫,১৯০ টাকা।

 

এই মোবাইল গুলো কম বাজেটের মধ্যে ভাল কিছু ফিচার সমৃধ মোবাইল। আরেকটু ভালো ফিচার বা পার্ফরমেন্সের জন্য নিচের ২০ হাজার টাকা বাজেটের মোবাইল গুলো দেখতে পারেন।

 

২০ হাজার টাকার মধ্যে ভালো ৫টি মোবাইল

 

. Tecno Camon 19 Neo : প্রথমত চিপসেট হিসেবে এই ফোনে ব্যাবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ গেমিং প্রসেসর। জিপিও হিসেবে থাকছে মালি জি৫২। ৬.৮ ইঞ্চ এউচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লের পাশাপাশি ৬০ হার্জ রিফ্রেশ রেট রয়েছে এই ফোনে। ৬/১২৮ ভ্যারিয়েন্টের এই ফোনটির বর্তমান বাজার মূল্য  ১৮,০০০ টাকা।

 

. Realme Narzo 50 : এটি একটি গেমিং ফোন। চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ এর ১২ ন্যানোমিটার একটি প্রসেসর। ৬.৬ ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট যার রেজুলেশন ফুল এইচডি প্লাস। এর শুধুমাত্র একটি ভ্যারিয়েন্ট বাংলাদেশে এসেছে৷ গেমিং এর পাশাপাশি এর ক্যামেরা সেকশনও অত্যন্ত ভালো।  এই ফোনটির বর্তমান বাজার মূল্য ১৭,৫০০ টাকা।

 

. Samsung Galaxy F22 : আমাদের মধ্যে অনেকেই রয়েছে স্যামসাং লাভার। তাদের জন্য এই স্মার্টফোনটি৷ চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর। বরাবরের মতো স্যামসাং ডিসপ্লে হিসেবে দিয়েছে ৬.৪ ইঞ্চের সুপার এমোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। লং টাইম ব্যাবহারের জন্য এটি উপযুক্ত একটি ফোন। ৬/১২৮ ভ্যারিয়েন্টের এই স্যামসাং মোবাইলের দাম বর্তমান বাজার মূল্যে ২০,৯৯৯ টাকা।

 

. Infinix Note 12 : প্রসেসর হিসেবে এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৬ গেমিং চিপসেট। ডিসপ্লেতে দেয়া হয়েছে ১২০ হার্জ সম্পন্ন রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চের একটি সুপার এমোলেড ডিসপ্লে৷ ট্রিপল ক্যামেরা সেটআপের ৮/১২৮ ভ্যারিয়েন্টের এই স্মার্টফোনের বর্তমান বাজার মূল্য ১৯,৯৯৯ টাকা।

 

. Moto g40 Fusion : শক্তিশালী মোবাইল ব্র্যান্ডগুলোর মধ্যে একটি হলো মটোরোলা। অত্যন্ত ক্লাসি আউটলুকের এই স্মার্টফোনে চিপসেট হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৭২০জি পাওয়ার প্রসেসর। ডিসপ্লে হিসেবে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট সম্পন্ন আইপিএস এলসিডি প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। তাছাড়া এতে স্টক এন্ড্রোয়েড রয়েছে। ৪/৬৪ ভ্যারিয়েন্টের এই ফোনের বর্তমান বাজার মূল্য ২০,৪৯৯ টাকা।

 

এই ছিলো আজকের দিনের সেরা স্মার্টফোনগুলো। যেহেতু বর্তমানে দেশে ডলার রেইট বেড়ে গিয়েছে তাই মোবাইল ফোনের দামও অনেকটা বেড়ে গিয়েছে৷ উপরোক্ত সকল ফোনের ব্যাটারি ক্যাপাসিটি নূন্যতম ৫০০০ mah এবং ১০ ওয়াটের চার্জার সম্বলিত৷ তাছাড়া ক্যামেরা সেকশনেও রয়েছে চমৎকার সব ফিচার এবং যথেষ্ট ভালো পিক্সেলের বিভিন্ন কোয়ালিটি সম্পন্ন ক্যামেরা। এই দামে উপরের মোবাইল গুলোর ক্যামেরা সবচেয়ে ভালো।